×

জাতীয়

এলিভেটর এক্সপ্রেসওয়ে: মহাখালীতে কাটা পড়ল গ্যাস লাইন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ০৪:৪৯ পিএম

এলিভেটর এক্সপ্রেসওয়ে: মহাখালীতে কাটা পড়ল গ্যাস লাইন

প্রতীকী ছবি

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুটের পাইপলাইন স্থানান্তরের কাজ করতে গিয়ে মহাখালী তিতাস গ্যাসের ৮ ইঞ্চি পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে মহাখালী-বনানী ও এর আশপাশ এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। কোথাও কোথাও গ্যাস নাও থাকতে পারে।

সোমবার (৩০ আগস্ট) তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাত ১০টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাসের গণসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্প’র দ্বিতীয় পর্যায়ে মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেলক্রসিং গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করতে গিয়ে তিতাস গ্যাসের ৮ ইঞ্চি পাইপ পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে, তার কাজ করছেন। তবে রাত ১০ টার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App