×

আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরের কাছে ফের বিস্ফোরণ, শিশুসহ নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ০৭:৩৬ পিএম

কাবুল বিমানবন্দরের কাছে ফের বিস্ফোরণ, শিশুসহ নিহত ২

কাবুল বিমানবন্দরের পাশে রবিবার আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা। ফলে দ্বিতীয় দফায় বিস্ফোরণ
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানবন্দরের পাশে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। কাবুল বিমানবন্দর এলাকায় চারদিনের মাথায় এটি দ্বিতীয় দফায় বিস্ফোরণ। এবারের বিস্ফোরণের পিছনে কারা, সেটা এখনও স্পষ্ট নয়। তবে এ ঘটনার পর হামলাকারীকে বহন করছে সন্দেহে একটি বিস্ফোরক ভর্তি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে একই দিনে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের দাবি, ওই হামলাকারী নিহত হয়েছে। গার্ডিয়ানের খবরে বলা হয়, আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যূত সরকারের এক নিরাপত্তাকর্মী বার্তা সংস্থা এএফপিকে জানান, সেখানে একটি রকেট হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়,  কাবুলের পুলিশ প্রধান রশিদ জানিয়েছেন, বিমানবন্দরে উত্তর–পশ্চিম দিকে রকেট হামলায় এক শিশু নিহত হয়েছে। এ ব্যাপারে মার্কিন কর্মকর্তারা জানান, কয়েকজন আইএস জঙ্গিকে বহন করছিল গাড়িটি। ড্রোন হামলার কারণে গাড়িটি থেকে দ্বিতীয় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তাই ধারণা করা হচ্ছে গাড়িটিতে বিপুল সংখ্যক বিস্ফোরক বহন করা হচ্ছিল। যুক্তরাষ্ট্রের ধারণা, ড্রোন হামলায় আত্মঘাতী হামলাকারীরা নিহত হয়েছে। দুজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। এদিকে তালেবানের এক মুখপাত্র জানান, একজন আত্মঘাতী হামলাকারী গাড়িতে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। তাঁকে লক্ষ্য করে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। এর আগে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা হতে পারে এমন  আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, রবিবারেই এ হামলা হতে পারে বলে মার্কিন সামরিক কমান্ডাররা আমাকে জানিয়েছেন। বিমানবন্দরের বাইরে ড্রোন হামলায় বিস্ফোরণের মূল হোতাকে হত্যার দাবির পর আইএসের খোরাসান গোষ্ঠী বদলা নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার সেই আশঙ্কা সত্যি হলো। চারদিন আগে কাবুল বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আইএসের খোরাসান গোষ্ঠী।  ওই হামলায় ১৮৩ জন প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে ১৩ মার্কিন সেনাও রয়েছে। নিহতদের বেশির ভাগই আফগান বেসামরিক নাগরিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App