×

জাতীয়

সিলেট-৩ উপ-নির্বাচনে থাকবে ২১ ভ্রাম্যমাণ আদালত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১০:৪৮ পিএম

আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সিলেট-৩ আসনে উপ-নির্বাচনের নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকরা ও বিভিন্ন অপরাধের শাস্তি দেয়ার জন্য মোট ২১টি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। প্রতিটি ইউনিয়নে একটি করে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা এ তথ্য জানিয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র হিসেবে শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App