×

সারাদেশ

সংবাদ প্রকাশের পর শোল্লা ব্রিজের সংযোগ সড়কের কাজ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ০৩:৩৯ পিএম

সংবাদ প্রকাশের পর শোল্লা ব্রিজের সংযোগ সড়কের কাজ শুরু

পুনরায় বন্ধ থাকা সড়কের কাজ শুরু করে সড়কটি নির্মাণে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান। ছবি: ভোরের কাগজ

সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের দক্ষিণে নিলাম্বর পট্টি ও ঢাকা জেলার নবাবগঞ্জের শোল্লার সংযোগস্থলে কালিগঙ্গা নদীর ওপর শোল্লায় নির্মিত ব্রীজের উত্তর পাশে বন্ধ থাকা ৩৬০ মিটার সংযোগ সড়কের নির্মাণ কাজ অবশেষে শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

এ বিষয়ে গত (৪ আগস্ট) দৈনিক ভোরের কাগজ লাইভ এবং (৫ আগস্ট) প্রিন্ট কপিতে "দুই বছরেও শেষ হয়নি সংযোগ সড়ক নির্মাণ, কাজে আসছে না সিংগাইর -নবাবগঞ্জ শোল্লা ব্রিজ" শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। পুনরায় শুরু হয় বন্ধ থাকা কাজ। এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

সরজমিনে আজ দেখা যায় সংযোগ সড়ক নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কাজের অগ্রগতি প্রসঙ্গে ব্রীজের সংযোগ সড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের দায়িত্বে থাকা সাইট ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন বলেন, করোনায় কাজ বন্ধ থাকার পর জুলাই মাসের মাঝা মাঝি আবার শুরু হয়ে এ পর্যন্ত মোট কাজের ৭৫% সম্পূর্ণ হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী অক্টোবর মাসের প্রথম দিকে সম্পূর্ণ কাজ শেষ করতে পারবো।

উল্লেখ্য, ৪৪ কোটি টাকা ব‍্যয়ে নির্মিত শোল্লা ব্রীজটির উত্তর পাশের সংযোগ সড়ক এলজিইডি‘র অর্থায়নে ৬কোটি ১লক্ষ ৪৪হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের ২ সেপ্টেম্বর। নবাবগঞ্জ এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ সেপ্টেম্বর এ কাজ শেষ হওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা গেছে রহস‍্যজনক কারণে এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। সংযোগ সড়ক নির্মাণে ধীরগতির কারণে অব‍্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সঙ্গে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার যোগাযোগের অন‍্যতম গুরুত্বপূর্ণ এ ব্রীজটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App