×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় আটক ৩, সব নৌযান বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১২:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় আটক ৩, সব নৌযান বন্ধ

খোকন, রাসেল ও জামির

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে যাত্রীবোঝাই নৌকা ডুবির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এদিকে প্রশাসনের নির্দেশনায় সবধরনের নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন এ নির্দেশনা জারি করে।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাবেয়া আফসার জানান, ট্রলারডুবির ঘটনায় সাময়িক সময়ের জন্য বিজয়নগর থেকে সবধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে নৌযান চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আটকরা হলেন, জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে জামির মিয়া (৩৫), কাশেম মিয়ার ছেলে মো. খোকন (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে মো. রাসেল (১৮)। এদের মধ্যে জামির বালুবোঝাই ট্রলারের চালক। বাকি দুজন তার সহযোগী।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করে আমাদের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App