বাংলাদেশিদের আফগানিস্তান থেকে আনা হচ্ছে চার্টার ফ্লাইটে

আগের সংবাদ

টলিউডের আরেক ছবিতে মিথিলা

পরের সংবাদ

আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ব্র্যাকের ৩ কর্মী

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১ , ৯:৪৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৮, ২০২১ , ৯:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত তিনজন বাংলাদেশি কর্মী দেশে ফিরে এসেছেন। ব্র্যাক জানিয়েছে, কাবুলে থাকা বাকি ৩ বাংলাদেশি কর্মী নিরাপদে আছেন, তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শামেরান আবেদ জানিয়েছেন, আফগানিস্তানে কর্মরত কর্মীদের ঝুঁকি নিরসন করে তাদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।

দেশটির দশটি প্রভিন্সে প্রায় তিন হাজার ব্র্যাক কর্মী নিয়োজিত, যাদের মধ্যে ১২ জন বাংলাদেশি কর্মরত ছিলেন। তাদের ছয়জন দেশটি থেকে আগেই ফিরে আসেন। বাকি ৬ জনের মধ্যে বিশেষ ব্যবস্থায় শনিবার (২৮ আগস্ট ) আরো ৩ জন ব্র্যাককর্মী বাংলাদেশে ফিরে আসেন। তারা গত ২২ আগস্ট কাবুল ত্যাগ করেন এবং সেখান থেকে কাজাকিস্তানে গিয়ে অবস্থান করছিলেন। আজ কাজাকিস্তান থেকে ভোর ৫টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে অবতরণ করেন।

এছাড়াও ব্র্যাকের অপর তিন বাংলাদেশী কর্মী এখনো কাবুলে অবস্থান করছেন। তারা নিরাপদে আছেন। কাবুল থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বিঘ্নিত হওয়ায়, পূর্ব নির্ধারিত ফ্লাইটের সময়সূচিতে ব্যাঘাত ঘটে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ব্র্যাক সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে।

গত ১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটির উন্নয়ন, করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।

এসএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়