নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে শুক্রবার অনুশীলন শুরু করেছে মাহমুদউল্লাহ বাহিনী। তবে প্রথম দিন না থাকলেও শনিবার (২৮ আগস্ট) দ্বিতীয় দিন অনুশীলনে উপস্থিত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তিন দিনের কোয়ারেনটাইন শেষে এদিন দলের সঙ্গে অনুশীলনে উচ্ছ্বসিত ছিলেন তিনি। হোম অফ ক্রিকেট মিরপুরে দুপুর ২টায় অনুশীলন করেন সাকিব। মূল ম্যাচের আগে নিজেকে তৈরি করার কৌশল তার বেশ ভালোই জানা।
তাই দলের সঙ্গে ওয়ার্ম আপ সেশনে অংশ নেননি তিনি। সরাসরি ইনডোরে চলে যান নেট প্র্যাকটিসে। সেখানে বেশ কিছুক্ষন অনুশীলন করে মিরপুরের উইকেটে একবার চোখ বুলিয়ে নেন সাকিব। এরপর ব্যাটিং-বোলিং করে ঘাম ঝরান বিশ্বসেরা অলরাউন্ডার।
এদিকে আজ মাহমুদউল্লাহ বাহিনী অনুশীলনে নামার আগে সকাল ১০টা থেকে শেরে বাংলায় দ্বিতীয় দিনের অনুশীলন সারেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এদিন দুপুর ১টা পর্যন্ত ব্যাট-বলে নিজদের প্রস্তুত করেন টম লাথামরা। দুই দলের অনুশীলন চলবে ৩১ তারিখ পর্যন্ত।
এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে যান সাকিব। এরপর গত ২৫ আগস্ট ছুটি কাটিয়ে দেশে ফিরে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেনটাইন ছিলেন। একারণেই প্রথম দিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব।
আগামী ১ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটি। এরপর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে- ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই বিকেল ৪টায় শুরু হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।