×

সারাদেশ

৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ১১:৪৭ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তাদেরকে আটক করা হয়।

বিজিবি জানায়, বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) পালংখালী বিওপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ইয়াবা ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই খবর পাওয়ার পর পালংখালীর আঞ্জুমানপাড়া বিল এলাকায় ওত পেতে থাকে। রাত একটার দিকে বিজিবি সদস্যরা মায়ানমারের দিক থেকে তিন ব্যক্তিকে পায়ে হেঁটে বাংলাদেশে প্রবেশ করতে দেখতে পায়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা ওই তিন ব্যক্তিকে আটক করে।

পরে তাদের দেহ তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত যাবার মূল্য ৯০ লাখ টাকা। গ্রেফতারকৃত তিনজনই মায়ানমারের রোহিঙ্গা নাগরিক। বালুখালী 8 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা হল মোঃ আক্তার হোসেন (৩০), মো. আব্দুর শুকুর (২৮), মো. মাহমুদুল হক (২১)।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, 'জিরো টলারেন্স’ নীতি নিয়ে বিজিবি সদস্যরা সীমান্তে মাদক পাচার ও চোরা চালানের বিরুদ্ধে তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯১ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ১০০ টাকা মূল্যের ৩০ লাখ ৪৫ হাজার ৫৯৭ পিস বার্মিজ ইয়াবাসহ ১৫৮ জন আসামি আটক করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App