×

সারাদেশ

বলাৎকারের কথা প্রকাশ হওয়ার ভয়ে আরাফাতকে হত্যা করে মোশারফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ০৫:৩৯ পিএম

বলাৎকারের কথা প্রকাশ হওয়ার ভয়ে আরাফাতকে হত্যা করে মোশারফ

প্রধান শিক্ষক মোশারফ হোসেন

সোনাগাজীর মাদ্রাসা ছাত্র আরাফাত হোসেন (৯) এর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান শিক্ষক মোশারফ হোসেন (৪২) ।

ওই ছাত্রকে বলাৎকারের পর বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার ভয়েই হত্যার পথ বেছে নেন বলে আদালতকে জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো.জাকির হোসেনের আদালতে মোশারফের দেয়া জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।

মোশারফ হোসেন উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষীগঞ্জ হাফেজ সামছুল হক (রঃ) নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক। তার বাড়ী ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ উপজেলায়।

নিহত আরাফাত একই মাদরাসা ও এতিমখানার ছাত্র এবং স্থানীয় চরমজলিশপুর ইউনিয়নের ছয়আনি গ্রামের নাজের কোম্পানীর বাড়ির ফানা উল্লাহর ছেলে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট মাদরাসার পাশ্ববর্তী একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App