×

আন্তর্জাতিক

জানা গেল আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের তথ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ০৮:৪৭ পিএম

জানা গেল আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের তথ্য

ছবি: সংগৃহীত

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটনায় শতাধিক মানুষ নিহত হলেও অক্ষত আছেন আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিরা।

দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকদের ভেতরে বিরাজ করছে আতঙ্ক। আটকে পড়া ১৫ বাংলাদেশি কাবুল বিমানবন্দর থেকে চলে গেছেন আবাসস্থলে।

ইউএনএইচসিআর সংস্থার ব্যবস্থাপনায় বিশেষ ফ্লাইটে গতকাল বৃহস্পতিবার ১৫ বাংলাদেশিসহ চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থীর যোগ দেওয়ার কথা ছিল।

আফগান ওয়্যারলেসের পরিচালক বাংলাদেশের নাগরিক মোহাম্মদ কামরুজ্জামান জানান, আমরা বাংলাদেশিরা ভালো আছি, কোনও সমস্যা হয়নি।

আফগানিস্তানে থাকা বাংলাদেশি রাজীব বিন ইসলাম গণমাধ্যমকে বলেন, দেশে ফেরার জন্য বুধবার থেকে আমরা কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অপেক্ষায় ছিলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে আমরা সবাই সুস্থ আছি। উদ্ভূত পরিস্থিতিতে আমরা রাতেই যে যার আবাসস্থলে চলে গেছি।

আফগানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল সাংবাদিকদের বলেন, তাদের দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সেখানকার পরিস্থিতি এখনও ঘোলাটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App