×

সারাদেশ

রাজশাহী মেডিকেলে তিন মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ১১:৫৩ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে মারা গেছেন মাত্র ৬ জন।

বুধবার (২৫ আগস্ট) সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ৬ জন। এটিই গত তিন মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন মৃত্যু।

তবে আগেরদিন মৃত্যু হয় ৭ জনের। যা দ্বিতীয় সর্বনিম্ন মৃত্যু হিসেবে ধরা হয়েছে। এ নিয়ে আগস্ট মাসের ২৪ দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৬ জনে।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৪ জন। আর একজন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের রয়েছেন দুইজন করে চারজন।

এছাড়া রাজশাহী ও নওগাঁর মারা গেছেন একজন করে দুইজন। সর্বশেষ একদিনে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।

রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৯০। এদের মধ্যে ৯২ জন করোনা পজেটিভ রোগী। তিন মাসের মধ্যে এই প্রথম একশোর নিচে নেমেছে পজেটিভ রোগীর সংখ্যা।

তবে হাসপাতালটির করোনা ইউনিটে এখনো ৫১৩টি বেডে প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীদের চিকিৎসার জন্য।

এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী ভোরের কাগজকে বলেন, করোনা রোগী কমে আসায় কমানো হবে করোনা ওয়ার্ডের সংখ্যা। কমেছে মৃতের সংখ্যাও। তবে প্রস্তুতি রাখা হয়েছে আগের মতোই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App