×

জাতীয়

দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামি আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ১০:০৯ পিএম

দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামি আটক

পুলিশের আতে গ্রেপ্তার হওয়া দুই আসামি। ছবি: সংগৃহীত

ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার পলাতক আসামি, স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফাহিম বিন ওয়াজেদ ফাইনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) রাতে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল মানিকগঞ্জ জেলার শিবালয় থেকে তাকে গ্রেফতার করে।

ফাহিমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আরও ৫টি মামলা রয়েছে।

এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) উপ-পরিচালক পরিচয় দিয়ে প্রতারণার সঙ্গে জড়িত ছানোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার বিকালে শহরের কানাইপুর এলাকা থেকে ছানোয়ারকে আটক করে ডিবি পুলিশ।

ছানোয়ারের বিরুদ্ধে নাটোর, নওগাঁ ও নোয়াখালী জেলায় প্রতারণার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশের সংবাদ সম্মেলনের আটককৃতদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App