×

খেলা

জুভেন্তাস ছাড়ার আগেই অনুশীলনে চোট পেলেন রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ০৮:৪৭ পিএম

জুভেন্তাস ছাড়ার আগেই অনুশীলনে চোট পেলেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোলালদো

গত মৌসুম শেষেই আন্তর্জাতিক ফুটবল মহলে খবর রটে যায় যে, জুভেন্তাস ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোলালদো। নতুন মৌসুমের শুরুতে সেই জল্পনা আরও জোরালো হয়। উদিনেসের বিরুদ্ধে লিগের প্রথম ম্যাচে জুভেন্তাসের প্রথম একাদশে জায়গা হয়নি রোনালদোর। ফলে পর্তুগিজ তারকাকে হিসাবের বাইরে রেখেই কোচ আলেগ্রি গেমপ্ল্যান সাজাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

এমন অবস্থায় এম্পোলির বিরুদ্ধে লিগের দ্বিতীয় ম্যাচে মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়ে সিআর সেভেনের। বুধবার জুভেন্তাসের অনুশীলনে চোট পেয়েছেন রোনালদো। ফলে তাকে অন্তত এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বলে খবর।

অনুশীলনে সতীর্থ ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রোর সঙ্গে ধাক্কা লাগে রোনারদোর। পর্তুগীজ তারকাকে মাঠে পড়ে যাওয়ার পরেই যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। জুভেন্তাসের মেডিকেল টিম তড়িঘড়ি মাঠে নেমে রোনারদোর চোটের প্রাথমিক চিকিত্সা করে। মেডিকেল টিমের সঙ্গেই মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো। পরে অনুশীলনের জন্য তিনি আর মাঠে নামেননি।

ক্রিশ্চিয়ানো ডান হাতে চোট পেয়েছেন বলে খবর। যার ফলে লিগে জুভেন্তাসের হয়ে পরের ম্যাচে তো বটেই, এমনকি আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেপ্টেম্বরের শুরুতেই দেশের জার্সি গায়ে চাপানোও অনিশ্চিত দেখাচ্ছে পর্তুগিজ তারকার।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের জার্সিতে একটি গোল করলেই আলি দাইকে টপকে সবথেকে বেশি আন্তর্জাতিক গোল করার বিশ্বরেকর্ড এককভাবে নিজের দখলে নেওয়ার সুযোগ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে। আপাতত ইরানের তারকার মতোই দেশের জার্সিতে রোনালদোর গোল সংখ্যা ১০৯টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App