×

সারাদেশ

আখাউড়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ০৩:৫৫ পিএম

আখাউড়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

গাজীরবাজার-আব্দুল্লাহপুর সড়কের প্রায় ২০০ ফুট ক্ষতিগ্রস্ত রাস্তা সেচ্ছাশ্রমে যুবকরা সংস্কার করে। ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করেছে স্থানীয় যুবকরা। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীরবাজার-আব্দুল্লাহপুর সড়কের প্রায় ২০০ ফুট ক্ষতিগ্রস্ত রাস্তা সেচ্ছাশ্রমে যুবকরা সংস্কার করে।

স্থানীয়রা জনায়, দীর্ঘদিন সংস্কার না করায় এবারের বর্ষায় রাস্তাটির অবস্থা আরো বেহাল হয়ে পড়ে। রাস্তায় খানাখন্দ থাকার কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তারা ক্ষতিগ্রস্ত রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন।

আব্দুল্লাহপুর উন্নয়নমুখী যুবসংঘের সহ-সভাপতি মো. হান্নান ভূঁইয়া লিটন জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে সংগঠনের সকল সদস্যরা সকাল ৯ টায় মেরামত কাজ শুরু করে। সবাই মিলে একযোগে কাজ করায় দুপুর দুইটার মধ্যেই কাজ শেষ হয়। মেরামত কাজে কংকিট, পুরাতন ইট, রাবিশ ও ভিটি বালু ব্যবহার করা হয়েছে।

তিনি আরো জানান, সেচ্ছাশ্রমে কাজে অংশ্রগহণ করেন, আল্লাহপুর উন্নয়নমুখী যুবসংঘের সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শাকিল, সদস্য শাফি চৌধুরী, জনি চৌধুরী, ইকরাম মিয়া, মোস্তাকিন মিয়া, তোফায়েল চৌধুরী, মাসুদ চৌধুরী, সোহাগ ভূঁইয়া।

সংস্কার কাজ চলাকালীন সময়ে উপস্থিত থেকে যুবকদের উৎসাহ দেন, দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, পরিষদের মেম্বার কালাম মিয়া, ইদ্রিস মিয়া, আবুল কালাম ভূঁইয়া, গাজীর বাজার ব্যবসা পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন ভূ্ঁইয়াসহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।

দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মো. জালাল উদ্দিন বলেন, স্থানীয় যুবকরা স্বেচ্ছায় অক্লান্ত পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত করেছে। তাদের জন্য আমার সার্বিক সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App