×

ফুটবল

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বসুন্ধরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ০৬:০৪ পিএম

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বসুন্ধরা

মালদ্বীপে অনুষ্ঠিত এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার (২৪ আগষ্ট) প্রথমার্ধে ভারতের মোহনবাগানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচের ২৮ মিনিটের সময় বসুন্ধরার ব্রাজিলিয়ান খেলোয়াড় ফার্নান্দেস গোল করেন।

এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে যেতে হলে শেষ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে জয় পেতে হবে এমন পরিসংখ্যান নিয়ে খেলতে নামে বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা। ম্যাচটিতে শুরুতে মোহনবাগান আক্রমণের দিক দিয়ে এগিয়ে ছিল।

পরবর্তী রাউন্ডে যেতে হলে মোহনবাগানের শুধু একটি ড্রই প্রয়োজন। তবুও তারা আক্রমণ করতে থাকে শুরু থেকে। যদিও বসুন্ধরার গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় বসুন্ধরা প্রথমে কোন গোল হজম করেনি। উল্টো চাপে থাকা বসুন্ধরাই ২৮ মিনিটের সময় ফার্নান্দেসের পা থেকে গোলের দেখা পেয়ে যায়। মালদ্বীপের মালেতে এএফসি কাপের গ্রুপ পর্বে আজ নিজেদের শেষ ম্যাচে বসুন্ধরা জিততে পারলে পেয়ে যাবে আন্ত-আঞ্চলিক সেমিফাইনালের টিকিট। ড্র করলে অবশ্য লাভ নেই, মোহনবাগানই চলে যাবে সেমিফাইনালে। অর্থাৎ ম্যাচটি বাংলাদেশ প্রতিনিধিদের জন্য বাঁচা মরার লড়াই।

এর আগে কোনো টুর্নামেন্টেই মুখোমুখি হয়নি বসুন্ধরা-মোহনবাগান। ফলে পরিসংখ্যান ঘাঁটার সুযোগ নেই। তবে ২০১৭ সালে এএফসি কাপের দুই পর্বে মোহনবাগানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশের আরেক বড় ক্লাব আবাহনী লিমিটেড। ঘরের মাঠে ১-১ গোলে ড্র করলেও কলকাতায় ৩-১ গোলে হেরেছিল আবাহনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App