×

ক্রিকেট

নিউজিল্যান্ড বধের ছক কষছে টাইগাররা, দুঃসংবাদ পেল কিউইরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ১০:৩৯ পিএম

নিউজিল্যান্ড বধের ছক কষছে টাইগাররা, দুঃসংবাদ পেল কিউইরা

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে মঙ্গলবার ঢাকায় পৌছায় নিউজিল্যান্ড ক্রিকেট দল - ভোরের কাগজ

বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে মঙ্গলবার ঢাকায় পৌঁছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ২০১৩ সালের পর এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে কিউইরা। এ সময়ের মধ্যে তিন দফা নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। এ বছরের শুরুতেই সীমিত ওভারের সিরিজ খেলে এসেছে টাইগাররা। গত বছর এমন সময়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ আসার কথা ছিল নিউজিল্যান্ডের। তবে করোনা ভাইরাস পরিস্থিতিতে স্থগিত হয়ে যায় সে সফর। শেষ পর্যন্ত সে সিরিজ আর হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের এটি শেষ সিরিজ। সিরিজ শেষে মাহমুদউল্লাহ বাহিনী ওমানে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে। সেখানে বাছাইয়ের বাধা পার হতে পারলেই বিশ্বকাপে খেলবে টাইগাররা। বাছাইপর্বে টাইগারদের প্রতিপক্ষ দুর্বল হওয়ায় সেই বাধা সহজেই পার হয়ে লাল-সবুজের প্রতিনিধিরা বিশ্বকাপে খেলছে এটা প্রায় নিশ্চিত। টাইগাররা এখন বিশ্বকাপ নয়, নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ভাবছে। ইতোমধ্যে ঘরের মাঠে কিউইদের হোয়াইটওয়াশ করার ছক এঁকে ফেলেছেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ১০ নম্বর স্থানে রয়েছে। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে এক লাফে পঞ্চম স্থানে পৌঁছে যাবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে বলিয়ান টাইগাররা আসন্ন সিরিজে ৫-০ ব্যবধানে জিততে পারলে র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে টপকে যেতে পারবে। ২৩৪ রেটিং নিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান দশম। কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। এবার কিউইদের বিপক্ষেও ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠবে লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে টাইগারদের রেটিং হবে ২৪৪। আর শীর্ষ পাঁচে জায়গা পেতে হলে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সব ম্যাচ জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৪৮। যদি ৩-২ ব্যবধানে সিরিজ জিতে তবে ২৪১ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে উঠবে টাইগাররা। তাই আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতির জন্য কিউই বধের যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার মাঠের লড়াইয়ের অপেক্ষা। পরিসংখ্যানে নিউজিল্যান্ড এগিয়ে। আগের ১০ ম্যাচের সব কয়েকটিতে জিতেছে কিউইরা। এবার ঘরের মাঠে ব্যবধান কমানোর মোক্ষম সুযোগ টাইগারদের সামনে। ঘরের মাঠে স্লো উইকেট বানিয়ে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডকে মিরপুরের উইকেটের সহায়তা নিয়ে হোয়াইটওয়াশ করবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। এমনটি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। ভোরের কাগজকে তিনি বলেন, প্রতিটি দেশই দ্বিপক্ষীয় সিরিজে ঘরের মাঠের সুবিধা নেয়। আমরা যখন খেলতে অন্য দেশে যায়, তখন তারা তাদের মতো করে উইকেট বানায়। হোম কন্ডিশনের সুবিধা সবাই নেয়। গতকাল ঢাকায় পৌঁছানো নিউজিল্যান্ড দল ৩ দিন কোয়ারেন্টাইনে থাকবে। এরপর ২৭ আগস্ট থেকে অনুশীলন করার সুযোগ পাবে। আগামী ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচের মাধ্যমে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজের পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সব ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে বিকাল ৪টায়। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সবার মুখে মুখে গুরপাক খাচ্ছে উইকেট নিয়ে আলোচনা। কেউ কেউ স্লো উইকেটের পক্ষে কারো কারো অভিমত স্পোর্টিং উইকেট। যে যত কথাই বলুক না কেন রাসেল ডমিঙ্গো তার শিষ্যদের ফেবারের উইকেট বানানোর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে ঢাকা পৌঁছে মঙ্গলবার দুঃসংবাদ পেয়েছে কিউইরা। করোনা পজেটিভ হয়েছেন ব্যাটসম্যান ফিন অ্যালেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। যদিও দলের আগেই বাংলাদেশে এসেছিলেন অ্যালেন। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে সরাসরি ঢাকায় আসেন তিনি। দুই ডোজ ভ্যাকসিনই নিয়েছিলেন এই কিউই তারকা। ঢাকায় আসার ৪৮ ঘণ্টা আগেও সব পরীক্ষায় উতরে গিয়েছিলেন। কিন্তু ঢাকায় এসেই হলেন করোনা পজেটিভ। রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল দলের পর্যবেক্ষণে আছেন অ্যালেন। তার সঙ্গে যোগাযোগ আছে কিউই মেডিকেল স্টাফদেরও। বর্তমানে দলের সঙ্গে নেই তিনি, নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত আলাদাই থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App