×

খেলা

ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ০১:৩৪ পিএম

ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড দল

বাসে করে হোটেলে যাচ্ছেন নিউজিল্যান্ড ক্রিকেটাররা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আজ ঢাকায় পা রাখলেন নিউজিল্যান্ড ক্রিকেট দল। বেলা ১২টার দিকে ঢাকায় এসে পৌঁছেছে কিউইরা। গতকাল অকল্যান্ড থেকে রওনা দিয়েছিল নিউজিল্যান্ড।

এর আগে অবশ্য অস্ট্রেলিয়া এসে বিমানবন্দরের রানওয়ে থেকেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে নিউজিল্যান্ডের তেমন চাওয়া ছিল না। সাধারণ নিয়মে ইমিগ্রেশন শেষেই হোটেলে গেছেন নিউজিল্যান্ড ক্রিকেটাররা। জৈব সুরক্ষা বলয়ের নিয়ম অনুযায়ী এরপর সফরকারীরা ৩ দিন হোটেল কোয়ারেন্টাইন করবেন।

৩ দিন কোয়ারেন্টাইনে থাকার পর ২৭ আগস্ট থেকে অনুশীলন করার সুযোগ পাবে দুদল। আগামী ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচের মাধ্যমে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজের পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

সিরিজের সব ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে বিকাল ৪টায়। তবে কিউইদের বিপক্ষে আসন্ন সিরিজটি জিতলে র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হবে টাইগারদের। এমনকি সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠতে পারবে মাহমুদউল্লাহ বাহিনী।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ সিরিজ। নিউজিল্যান্ড স্কোয়াডে অবশ্য নেই তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের কেউ। বাংলাদেশে আসা দলকে নেতৃত্ব দিচ্ছেন ২০১৭ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা টম ল্যাথাম। নিউজিল্যান্ড দলের তিনজনের এখনো আন্তর্জাতিক অভিষেকই হয়নি।

অবশ্য ব্যাটসম্যান ফিন অ্যালেন ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ঢাকায় এসেছেন আগেই। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলে ঢাকায় এসেছেন তাঁরা গত ২০ আগস্ট। এরপর হোটেলে কোয়ারেন্টিনে আছেন তাঁরা। এর আগে ১৭ আগস্ট এসেছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের তিন পর্যবেক্ষক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App