রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান তারা। এর আগেরদিন মৃত্যু হয় ১০ জনের। এ নিয়ে আগস্ট মাসের ২৪ দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০৩ জনে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৪ জন। আর বাকি ৫ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে।
মৃতদের মধ্যে রাজশাহী ও নাটোরের তিনজন করে ৬ জন। আর চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও পাবনার মারা গেছেন একজন। সর্বশেষ একদিনে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ২৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।
রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২২১। এদের মধ্যে ১০৮ জন করোনা পজেটিভ রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ৫১৩টি বেডে প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীদের চিকিৎসার জন্য।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।