×

সারাদেশ

সিংগাইরে ইউপি চেয়ারম্যান জাহিদ বরখাস্তের আদেশ স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ০৮:২০ পিএম

সিংগাইরে ইউপি চেয়ারম্যান জাহিদ বরখাস্তের আদেশ স্থগিত

মো. জাহিদুল ইসলাম ভূঁইয়া

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম ভূঁইয়ার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারক মো. মুজিবুর রহমান মিয়া ও কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চে শুনানী শেষে সোমবার (২৩ আগস্ট) দুপুরে এ স্থগিতাদেশ দেন।

সেই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব, মানিকগঞ্জের জেলা প্রশাসক, সিংগাইর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে এর জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট মো. আব্দুর রহমান (জীবল)। রিটে উল্লেখ করা হয় জাহিদ চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত ৩টি অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন।

উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবু জাফর রিপন পিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অনিয়ম-দূর্নীতির অভিযোগে গত ১১ আগস্ট চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App