×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে বন্যায় ২১ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ১২:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে বন্যায় ২১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেনিসি অঙ্গরাজ্যে হঠাৎ বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি।

যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে বন্যায় ২১ জনের মৃত্যু

Debris from flooding is strewn along Sam Hollow Road following heavy rainfall on Saturday, Aug. 21, 2021, in Dickson, Tenn. (Josie Norris/The Tennessean via AP)

যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে বন্যায় ২১ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে বন্যায় ২১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেনিসি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় ২১ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়ে একে প্রাথমিক সংখ্যা  হিসেবে উল্লেখ করেছেন।

রাজ্যটিতে শনিবার প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ের পর বন্যা দেখা দেয়। বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩৮ সেন্টিমিটারেরও বেশি। আবহাওয়াবিদরা এই ঝড় ও বন্যাকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন।

গ্রামের রাস্তাঘাটসহ হাইওয়ে এবং ব্রিজ বন্যার পানিতে তলিয়ে গেছে এবং হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। হামফ্রেইস কাউন্টির ওয়েভারলি শহরে ২০ জন মারা গেছেন। পুলিশ প্রধান গ্রান্ট গিলেসপাই এক সংবাদ সম্মেলনে এ খবর জানান।কাউন্টির অন্য গ্রামীণ এলাকায় আরেক ব্যক্তি মারা গেছেন বলে সাংবাদিকদের তিনি জানান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ৪০ জনের নিখোঁজের খবর পাওয়া গিয়েছিল। কিন্তু দিনের শেষে জানা গেছে নিখোঁজ হয়েছেন তার অর্ধেক। নিখোঁজদের মধ্যে শিশুও রয়েছে।

তল্লাশি ও উদ্ধার অভিযান রোববার জোরদার করা হয়েছে। কর্মীরা ঘরে ঘরে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।এদিকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন টেনিসিতে এসব প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।

একইসঙ্গে তিনি ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি(ফেমা)কে রাজ্য গভর্ণরের প্রতি প্রয়োজনীয় সহায়তা দেয়ারও নির্দেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App