×

রাজধানী

৪০ হাজার বর্জ্যের বিনিময়ে পুরস্কার দিলেন মেয়র আতিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ০৯:৫২ পিএম

৪০ হাজার বর্জ্যের বিনিময়ে পুরস্কার দিলেন মেয়র আতিক

রবিবার নগর ভবনে বর্জ্যের বিনিময়ে আর্থিক পুরস্কার হিসেবে টাকার চেক হস্তান্তর করেন মেয়র। ছবি: ভোরের কাগজ

বিডি ক্লিনকে বিভিন্ন ধরনের প্রায় ৪০ হাজার বর্জ্যের বিনিময়ে পুরস্কার হিসেবে ১ লক্ষ সাড়ে ৯৬ হাজার টাকার চেক দিয়েছেন ঢাকা উত্তর সিটি কপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রবিবার (২২ আগস্ট) দুপুরে গুলশানের নগর ভবনে বর্জ্যের বিনিময়ে আর্থিক পুরস্কার হিসেবে টাকার চেক হস্তান্তর করেন মেয়র।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, ভবিষ্যতেও বিডি ক্লিন সদস্যরা জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখবে এমনটাই তাঁর প্রত্যাশা।

তিনি বলেন, বিডি ক্লিন সদস্যদের মতোই সমাজের সর্বস্তরের মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসতে হবে, সবাই মিলে সুস্থ্যতার জন্য গড়ে ওঠা সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

আতিকুল ইসলাম নগরবাসীর প্রতি দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App