×

ফুটবল

জয়ের বিকল্প নেই বসুন্ধরার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ০৯:৩৮ পিএম

জয়ের বিকল্প নেই বসুন্ধরার

বসুন্ধরা কিংসের ফুটবলাররা

এএফসি কাপে দক্ষিণ এশিয়া থেকে গ্রুপ ‘ডি’তে খেলছে বসুন্ধরা কিংস। এ গ্রুপে বসুন্ধরাসহ আছে মোট চারটি ক্লাব। ক্লাবগুলো হলো মালদ্বীপের মার্জিয়া এফসি, ভারতের এফসি ব্যাঙ্গালুরু ও মোহনবাগান। আর এ চারটি ক্লাবের মধ্যে মাত্র একটি ক্লাব পরবর্তী রাউন্ডে (ইন্টার কন্টিনেন্টাল সেমিফাইনালে) খেলার সুযোগ পাবে। প্রতি দল দুটি করে ম্যাচ খেলেছে। আর দুই ম্যাচ পরই বিদায় নিশ্চিত হয়ে গেছে মার্জিয়া ও ব্যাঙ্গালুরুর।

এখন পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ আছে বসুন্ধরা ও মোহনবাগানের। মঙ্গলবার (২৪আগস্ট) গ্রুপ পর্বের শেষ ম্যাচেও মুখোমুখি হবে বসুন্ধরা ও মোহনবাগান। পরবর্তী রাউন্ডে যেতে হলে বসুন্ধরার এখন জয় ছাড়া কোনো উপায় নেই। কিন্তু মোহনবাগান বসুন্ধরার বিপক্ষে ড্র করলেই হবে।

গ্রুপ পর্বে মোহনবাগান তাদের প্রথম দুটি ম্যাচে যথাক্রমে এফসি ব্যাঙ্গালুরু ও মার্জিয়ার বিপক্ষে জয় তুলে নেয়। ফলে তাদের পয়েন্ট হলো ৬। অন্যদিকে বসুন্ধরা কিংস প্রথম ম্যাচে মার্জিয়াকে হারায়। দ্বিতীয় ম্যাচে তারা ব্যাঙ্গালুরুর বিপক্ষে ড্র করে। দুই ম্যাচ শেষে বসুন্ধরার পয়েন্ট ৪। এখন যে দল পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকবে, সে দলই পরবর্তী রাউন্ডে যাবে। বসুন্ধরা মোহনবাগানের বিপক্ষে জয় তুলে নিলে তাদের পয়েন্ট হবে ৭। ড্র করলে হবে ৫। মানে বসুন্ধরার ইতিহাস গড়তে হলে জয় পেতেই হবে।

মোহনবাগান তাদের প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয়। ভারতের জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রিকে নিয়ে এএফসি মিশনে আসা ব্যাঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে দ্বিতীয় ম্যাচে মার্জিয়াকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারের স্বাদ দেয়। অন্যদিকে বসুন্ধরা প্রথম ম্যাচে মার্জিয়ার জালে দুইবার বল জড়াতে সমর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। এতে করেই এগিয়ে গেছে মোহনবাগান।

বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগে আধিপত্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়। ফলে ভারতের চ্যাম্পিয়ন মোহনবাগানের বিপক্ষে বসুন্ধরা কিংস ভালো কিছু করবে এমন প্রত্যাশাই সবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App