×

সারাদেশ

বোয়ালমারীতে ইভটিজিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১২:২৬ পিএম

বোয়ালমারীতে ইভটিজিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

আটককৃত আসামি

ফরিদপুরের বোয়ালমারীতে ইভটিজিংয়ের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ মৃধা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের চতুল গ্রামের আবুল খায়ের মনা মৃধার ছেলে ফরহাদ মৃধা (৩৫) শুক্রবার দুপুর দেড়টার দিকে পার্শ্ববর্তী এক বাড়ির স্কুল ছাত্রীর (১৬) বাড়ি গিয়ে দরজায় ধাক্কা দেয় এবং জানালায় গিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে।

এ সময় ওই ছাত্রীর দুই বোন বাদে বাড়িতে কেউ ছিল না। মেয়েটি স্থানীয় চতুল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এ সময় মেয়েটির চিৎকারে পার্শ্ববর্তী লোকেরা এবং মসজিদের মুসল্লীরা এগিয়ে এলে তাদের সহায়তায় ফরহাদকে আটক করে পুলিশে দেয়া হয়।

শনিবার রাতে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে বোয়ালমারী থানায় দণ্ডবিধি ৫০৯ ধারায় মামলা করেছেন। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত ফরহাদ মৃধাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় ইভটিজিংয়ের মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App