×

সারাদেশ

বরিশাল সিটি মেয়রের উপর হামলার প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২১, ০৫:২০ পিএম

বরিশাল সিটি মেয়রের উপর হামলার প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল শুরু করেন। মিছিলটি রহমতপুর- মীরগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের প্রতিবাদ সভায় মিলিত হয়।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মো. আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম বেপারি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম মাসুম মৃধা, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ।

এছাড়া মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া, ছাত্রলীগ নেতা মো. ওবায়দুল হক জুয়েল, মো. ইয়াসির আরাফাত সোহেল, প্রসেনজিৎ দাস অপু প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা মো. মাইনুল হাসান পারভেজ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আ. মতিন রাঢ়ী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন রাঢ়ী, উপজেলা আ.লীগের দফতর সম্পাদক বাবু পরিতোষ চন্দ্র পাল, সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম পিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আ. রহমান, ডেপুটি কমান্ডার আ. করিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী, বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী।

জাহাঙ্গীর নগর ইউপির সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা তারিকুল ইসলাম তারেক, কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান শিকদার, শ্রমীকলীগ সাধারণ সম্পাদক তাওহীদ হোসেন, সাধারণ সম্পাদক এম আর বাদল বিশ্বাস, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সম্পাদক জুয়েল মোল্লা, মাধবপাশা ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ স্বপন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক মাষ্টার মো. শহিদুল ইসলাম।

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল মজিদ মামুন মৃধা, সম্পাদক কাজী আরিফুর রহমান অপু, যুবলীগ নেতা মহসিন প্যাদা, ছাত্র লীগ নেতা মো. রেজাউল করিম সোহাগ, সৈয়দ জহিরুল হাসান মুরাদ, আলহাজ্ব মো. সোলাইমান হোসেন, অতনু অধিকারী, তারিকুল ইসলাম নাইম, সোলাইমানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App