×

খেলা

দলের আগেই ঢাকায় নিউ জিল্যান্ডের দুই ক্রিকেটার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২১, ০৯:০৮ পিএম

দলের আগেই ঢাকায় নিউ জিল্যান্ডের দুই ক্রিকেটার

কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন।

দল বাংলাদেশে আসার চার দিন আগেই চলে এসেছেন নিউ জিল্যান্ডের দুই ক্রিকেটার। ইংল্যান্ডে ‘দা হানড্রেড’ টুর্নামেন্টে খেলে সরাসরি ঢাকায় এসেছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও ওপেনার ফিন অ্যালেন। ১০০ বলের ক্রিকেট আসরে খেলে শুক্রবার (২০ আগস্ট) সকালে ঢাকায় পৌঁছান দুজন। এখন তারা টিম হোটেলে আছেন কোয়ারেন্টিনে।

দা হানড্রেড-এ ডি গ্র্যান্ডহোম ভালো করতে পারেননি খুব একটা। সাউদার্ন ব্রেভ দলের হয়ে ৬ ইনিংস ব্যাট করে তার মোট রান ৫৬, এর মধ্যে শেষ ম্যাচেই করেন ৪০ রান। চার ইনিংস বল করে উইকেট নিতে পারেননি একটিও। বার্মিংহাম ফোনিক্সের হয়ে অ্যালেন নিজের সেরা চেহারায় না থাকলেও এতটা খারাপ করেননি। ৮ ইনিংসে ১৬৫ রান করেন ২০.৬২ গড়ে। স্ট্রাইক রেট অবশ্য ছিল দারুণ, ১৫০।

স্কোয়াডের বাকি ক্রিকেটাররা নিউ জিল্যান্ড থেকে বাংলাদশে আসবেন আগামী মঙ্গলবার। দলের কয়েকজন কর্মকতা অবশ্য আসবেন শুক্র ও শনিবার মিলিয়ে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১ সেপ্টেম্বর থেকে।

নিউ জিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন, কোল ম্যাকনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App