×

খেলা

চোটে মৌসুম শেষ নাদালের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২১, ০৯:০১ পিএম

পায়ের চোটের কারণে ইউএস ওপেন খেলতে পারবেন না রাফায়েল নাদাল। সেই সঙ্গে ২০২১ মৌসুমে শেষ হয়ে গেল এই স্প্যানিয়ার্ডের। চোটের কারণে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী অংশগ্রহণ করতে পারেননি চিনচিনাত্তি মাস্টার্সে। গত সপ্তাহের কানাডিয়ান ওপেনেও খেলা হয়নি তার। এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েম ও পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারও ছিটকে গেছেন চলতি বছরের ইউএস ওপেন থেকে।

৩৫ বছর বয়সী নাদাল সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানান, ‘সত্যি বলতে, এক বছর ধরে আমি খুব বেশি পায়ের চোটে ভুগছি এবং আমার কিছু সময়ের দরকার।’ চারবারের ইউএস ওপেন চ্যাম্পিয়নকে এই মৌসুমের উইম্বলডন ও অলিম্পিক গেমসেও দেখা যায়নি। ক্লে-কোর্টে শেষবার দেখা গিয়েছিল নাদালকে।

গত জুনে ফ্রেঞ্চ ওপেনে চোট পান নাদাল। ক্লে-কোর্টের লড়াইয়ে সেমিফাইনালে তিনি হেরে যান নোভাক জকোভিচের কাছে। ২০১৬ সালের পর প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জিততে ব্যর্থ হন নাদাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App