×

স্বাস্থ্য

একদিনে আরও ২৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ০৭:০৫ পিএম

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ২৭০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ২৪০ জনই ঢাকার আর ঢাকার বাইরে ৩০ জন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

এতে আরও বলা হয়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৩৮ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে এক হাজার ১৪৫ জন, আর বাকি ৯৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। গত ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত ৭ হাজার ২৫১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫ হাজার ৯৮২ জন।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্ট মাসে। আগস্টের ১৯ দিনে ৪ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটি এখন পর্যন্ত এই বছরের সর্বোচ্চ শনাক্ত। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩১ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ছিল ৩০ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App