×

জাতীয়

বৃহস্পতিবার খুলে যাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের দ্বার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ০৪:৫৬ পিএম

বৃহস্পতিবার খুলে যাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের দ্বার

ফাইল ছবি

প্রায় নয় মাস বন্ধ থাকার পর ৮ জানুয়ারি ২০২১ করোনা মহামারির প্রথম আঘাত কাটিয়ে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘরের দরজা। সেই স্বস্তির ক্ষণ খুব বেশি দিন স্থায়ী হয়নি। করোানার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে জনগণের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে ৫ এপ্রিল ২০২১ থেকে আবারো সর্ব সাধারণের জন্য বন্ধ হয়ে যায় জাদুঘরের দরজা।

সাড়ে চার মাস পর আগামীকাল ১৯ আগস্ট ২০২১ আবারো মুক্তিযুদ্ধ জাদুঘরের দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে দর্শনার্থীদের জন্য। মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি ব্যবস্থাপক রফিকুল ইসলাম এ কথা জানান।

আগস্ট বাঙালি জাতিকে স্মরণ করিয়ে দেয় ইতিহাসের এক অন্ধকার অধ্যায়কে। এ মাসে শোক ও বেদনার সঙ্গে জাতি স্মরণ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সপরিবার হত্যাকাণ্ডের নির্মম ঘটনাকে। এই মাসকে স্মরণ করে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ শোকের আবহ ধারণ করেছে, বহন করছে জাতির পিতার অমর উক্তি মহৎ অর্জন সম্ভব, মহৎ আত্মদানের বিনিময়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App