×

প্রবাস

নিউইয়র্কে আ.লীগের জাতীয় শোক দিবস পালন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ০৮:০৭ পিএম

নিউইয়র্কে আ.লীগের জাতীয় শোক দিবস পালন

অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।

যথাযোগ্য মর্যাদায় নিউইয়র্কে জাতীয় শোক দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে নানা কর্মসূচী পালন করা হয়। এসব কর্মসূচীর মধ্যে ছিলো জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, ১৫ আগস্টে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও খাবার বিতরণ।

অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসাও এ সময় তার সঙ্গে ছিলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওযামী লীগের সহ সভাপতি সামসুদ্দিন আজাদ, লুৎফর করীম, যুগ্মসাধারন সম্পাদক আইরিন পারভিন,সাংগঠনিক সম্পাদক আব্দুর হাসিব মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদ ইসলাম, উপদেষ্টা জয়নাল আবেদিন, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলাইমান আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহানারা রহমান, আবদুল হামিদ, আলী হোসেন গজনবী, জহির আলী, হোসেন রানা, সামছুল আবেদিন, নিউইযর্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন,সহ সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি এম উদ্দিন আলমগীর, কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। বক্তারা শোককে শক্তিতে পরিনত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App