×

আন্তর্জাতিক

বর্তমান পরিস্থিতির দায় আফগান প্রশাসনের: বাইডেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১২:৫৩ পিএম

অবশেষে মুখ খুললেন জো বাইডেন। জানালেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী আফগান প্রশাসন এবং দেশের সেনা।

আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেয়ায় কোনো ভুল নেই। তালেবান কাবুল দখল করার পর এই প্রথম মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার টেলিভিশনে বিবৃতি দেন তিনি। খবর ডয়েচে ভেলের।

সেখানেই তিনি জানান, বছরের পর বছর আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন রাখা সম্ভব নয়। আফগান প্রশাসন এবং সেনাকে দায়িত্ব নিতে হতো। কিন্তু তারা সে দায়িত্ব নিতে পারেনি। একই সঙ্গে বাইডেন জানিয়েছেন, এত দ্রুত তালেবান আফগান ক্ষমতা দখল করবে, তা তিনি ভাবতে পারেননি।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তার জেরে সে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে একাধিক দেশ অ্যামেরিকার সমালোচনায় মুখর হয়েছে। শুধু তা-ই নয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও বিবৃতি প্রকাশ করেছেন। তার দাবি আফগান পরিস্থিতির জন্য বাইডেনের পদত্যাগ করা উচিত। পরিস্থিতি সামলাতে তিনি সম্পূর্ণ ব্যর্থ।

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে স্বাভাবিক ভাবেই ঘরে-বাইরে চাপের মুখে বাইডেন। চাপের মুখে তিনি চুপ করে আছেন বলেও অনেকে সমালোচনা করছিলেন। অবশেষে সেই নীরবতা ভাঙলেন বাইডেন। কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলেন বাইডেন। সোমবার ছুটি কমিয়ে কাজে ফেরেন তিনি। এবং প্রথমেই আফগানিস্তান নিয়ে টেলিভিশনে নিজের মতামত জানান।

বাইডেনের বক্তব্য, দীর্ঘ ২০ বছর ধরে মার্কিন সেনা আফগানিস্তানে ছিল। ৯/১১-র বদলা নেওয়ার পাশাপাশি তারা আফগান সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। অস্ত্র, যুদ্ধের পোশাক দিয়ে সাহায্য করেছে। আফগান প্রশাসনের পাশে থেকেছে। তাদের প্রভূত সাহায্য করেছে।

কিন্তু দীর্ঘদিন ধরে মার্কিন সেনার আফগানিস্তানে থাকা সম্ভব নয়। ফলে অ্যামেরিকার নিরিখে তার পরিকল্পনায় কোনো ভুল ছিল না। তিনি মনে করেন, সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সম্পূর্ণ ঠিক। বর্তমান পরিস্থিতির জন্য তিনি বরং আফগান প্রশাসন এবং আফগান সেনাকে দায়ী করেছেন।

বাইডেন বলেছেন, আফগান প্রশাসক এবং রাজনীতিকরা চাপের মুখে পালিয়ে গেছেন। আফগান সেনা তালেবানের সামনে কার্যত অস্ত্র প্রত্যাহার করেছে। লড়াইয়ের সাহসটুকু পর্যন্ত দেখায়নি। এর দায় অ্যামেরিকার হতে পারে না।

এদিকে ভাষণে ডনাল্ড ট্রাম্পকেও নাম না করে উত্তর দিয়েছেন বাইডেন। বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত তিনি প্রথম নেননি। ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছিলেন। বস্তুত, তালেবানের সঙ্গে চুক্তিও করেছিলেন ট্রাম্প। মূলত, তালেবানের সঙ্গে ট্রাম্পের চুক্তির কথা উল্লেখ করে রিপাবলিকানদের সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, এখনো আফগানিস্তানে যথেষ্ট মার্কিন সেনা মোতায়েন আছে। তারা মার্কিন নাগরিকদের উদ্ধারের কাজ করছেন এবং কাবুল বিমানবন্দরের দায়িত্বে আছেন। তালেবান সেখানে ঢোকার চেষ্টা করলে অ্যামেরিকা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App