×

আন্তর্জাতিক

নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা, তালেবান প্রতিরোধের ডাক সালেহের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ০৯:০৭ পিএম

নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা, তালেবান প্রতিরোধের ডাক সালেহের

সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ

আশরাফ গনির অনুপস্থিতিতে সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় এই ঘোষণার পাশাপাশি তালেবান প্রতিরোধের ডাক দিয়েছেন তিনি। খবর সিএনএনের

টুইট বার্তায় সাবেক এই ভাইস প্রেসিডেন্ট লেখেন, ‘আফগানিস্তানে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতি, পালিয়ে যাওয়া, পদত্যাগ করা কিংবা নিহত হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী প্রেসিডেন্ট হবেন। আমি বর্তমানে দেশেই রয়েছি আর আমিই বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট। সমর্থন এবং সহায়তা চেয়ে সব নেতার কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’

কাবুল তালেবান নিয়ন্ত্রণে চলে যাওয়ার দুইদিন পর আমরুল্লাহ সালেহ দেশবাসীকে 'প্রতিরোধে যোগ দেওয়ার' আহ্বান জানিয়ে বলেন, 'দেখিয়ে দিন যে, আমরা ভিয়েতনামের মতো নই।' আমরুল্লাহ সালেহ টুইটারে লিখেছেন, আফগানদের প্রমাণ করতে হবে যে, আফগানিস্তান ভিয়েতনাম নয় এবং তালেবানরাও ভিয়েতনামি যোদ্ধাদের মতো নয়। যুক্তরাষ্ট্র/ন্যাটোর মতো আমরা আত্মা হারাইনি এবং সামনে বিশাল সুযোগ দেখতে পাচ্ছি। 'প্রতিরোধে যোগ দিন। এখন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আফগানিস্তান নিয়ে তর্ক করা বৃথা। তবে এখন তিনি কোথায় অবস্থান করছেন সে তথ্য জানা যায়নি।

এর আগে গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পাতায় এক পোস্টে প্রেসিডেন্ট আশরাফ গণি জানান রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তালেবান যোদ্ধারা কাবুলের প্রান্তে পৌঁছানোর পর প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যান তিনি। তবে এখন পর্যন্ত নিজের বর্তমান অবস্থান প্রকাশ করেননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App