×

আন্তর্জাতিক

কাবুলে অস্ত্র হাতে জোর করে বিমানে ওঠার চেষ্টা, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ০৯:০৪ এএম

কাবুলে অস্ত্র হাতে জোর করে বিমানে ওঠার চেষ্টা, নিহত ২

আফগানিস্তানের বিমান বন্দরে সোমবার দেশ ছাড়তে মরিয়া মানুষের ভিড় দেখা যায়।

আফগানিস্তানের কাবুলে অস্ত্র হাতে বিমানে ওঠার সময় গুলিতে দুজন নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) এ ঘটনা ঘটে বলে এক সিনিয়র মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছে। তারা অস্ত্র হাতে নিয়ে জোর করে বিমানে ওঠার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

এর আগে সোমবার দুপুরে কাবুল বিমানবন্দরে উড়ন্ত বিমান থেকে পড়ে দুজনের মৃত্যু হয়। প্রাণ বাঁচাতে বিমানের চাকায় আশ্রয় নিয়েছিলেন ওই দুই আফগান নাগরিক। বিমান আকাশে ওড়ার পরেই ছিটকে পড়েন তারা। কাবুল বিমানবন্দরের এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে।

রবিবার দুপুরে তালেবান কাবুল দখল করলে আফগানিস্তানের রাজধানীর বিমান বন্দরে ভিড় বাড়তে শুরু করে। সোমবার দেশ ছাড়ার সময় কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।

আফগানিস্তানের শাসন ক্ষমতা ফের তালেবানের কাছে হস্তান্তর করার পর দেশটিতে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত সাধারণ নাগরিক আফগানিস্তান ছেড়ে পালাতে কাবুল বিমানবন্দরে ভীড় জমিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি পাঁচ জনের মরদেহ গাড়িতে তুলতে দেখেছেন।

কাবুলের সিংহাসন থেকে তালেবানকে হটানো হয়েছিল ২০০১ সালে। দীর্ঘ ২০ বছর আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। আবারও দৃশ্যপটে তালেবান। ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় আছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App