×

আন্তর্জাতিক

আফগানিস্তানের ২২ যুদ্ধবিমান, ২৪ সেনা হেলিকপ্টার মাটিতে নামাল উজবেকিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ০৭:১১ পিএম

আফগানিস্তানের ২২ যুদ্ধবিমান, ২৪ সেনা হেলিকপ্টার মাটিতে নামাল উজবেকিস্তান

ফাইল ছবি

আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া ২২ যুদ্ধবিমান, ২৪ সেনা হেলিকপ্টার জোর করে নামিয়েছে উজবেকিস্তানের সেনারা। বেআইনিভাবে উজবেকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় দেশটির সেনাবাহিনী ওই বিমানগুলো জোর করে নামিয়ে নেয়। মঙ্গলবার (১৭ আগস্ট) এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

রবিবার থেকে এসব সামরিক আকাশযান বেআইনিভাবে উজবেকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। এসব বিমান ও হেলিকপ্টারে দেশ পালানো আশরাফ গনি সরকারের ৫৮৫ জন সেনাকর্তা এবং কর্মকর্তা ছিলেন।

রবিবার রাতে ‘ভেঙে পড়া’ বিমানটিও বেআইনিভাবে আকাশসীমা লঙ্ঘন করায় নামানো হয় বলে জানিয়েছে তারা। ওই দুই বিমানের পাইলট হাসপাতালে ভর্তি। বাকিদের কী অবস্থা, তা খোলসা করেনি উজবেক সরকার।

আফগান বিমানের ‘ভেঙে পড়া’ নিয়ে ধন্দ তৈরি হয়েছিল আগেই। একটি নয়, দু’টি নয়, এবার দু’দিনে কাবুল থেকে আসা ৪৬টি বিমান জোর করে নামানোর কথা স্বীকার করেছে উজবেকিস্তান। তাদের দাবি, বেআইনিভাবে তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল বিমানগুলি। তাই সেগুলি নামাতে বাধ্য হয়েছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App