স্কুলের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে ভোগান্তিতে পথচারীরা

আগের সংবাদ

টেলিযোগাযোগ আইনের মামলায় হেলেনার জামিন

পরের সংবাদ

আফগানদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১ , ৩:৫১ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৭, ২০২১ , ৫:১০ অপরাহ্ণ

১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, আফগানিস্তানে জনগণের সরকার হলে আমরা তাদের সঙ্গে থাকব। আফগানিস্তানের পরিস্থিতি আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের অনুরোধ করেছে, কিছু আফগানকে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য। তবে, আমরা তাদের বলেছি, আশ্রয় দিতে পারলে আমরাও খুশি হতাম, তবে আমরা এর মধ্যেই ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আমাদের আর কোনো শরণার্থীকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই।

বিদেশের মিশনগুলোতে পাসপোর্ট সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট সরবরাহ করে পাসপোর্ট অধিদপ্তর। তবে প্রিন্ট করতে না পারার জন্য এই সংকট সৃষ্টি হয়েছে। এখন আবার প্রিন্টিং শুরু হয়েছে।

ডি-এসএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়