×

আন্তর্জাতিক

রক্তের বন্যা এড়াতেই আফগানিস্তান ছেড়েছি: আশরাফ গনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৩:৫১ এএম

রক্তের বন্যা এড়াতেই আফগানিস্তান ছেড়েছি: আশরাফ গনি

কাবুল ছেড়ে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ গনি

তালেবান জঙ্গিদের সশস্ত্র অবরোধের মুখে কাবুল থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, আফগানিস্তানে রক্তের বন্যার এড়াতেই তিনি দেশে ছেড়েছেন। তার হাতে এর কোন বিকল্প ছিল না। খবর বিবিসি, গার্ডিয়ান ও আল-জাজিরার

আশরাফ গণি ফেসবুক পোস্টে বলেছেন, ‘আজ আমি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। ২০ বছর ধরে আমি নিজেকে দেশের জন্যই উৎসর্গ করেছি। আমি যদি কাবুলে থেকে সশস্ত্র তালেবানদের সঙ্গে লড়াইয়ে নামতাম, তাহলে কাবুল ধ্বংস হয়ে যেত। অনেক দেশপ্রেমিক নাগরিক শহীদ হতেন। পরিণামে নেমে আসত ভয়াবহ মানবিক বিপর্যয়।

তিনি আরও লিখেছেন, তালেবান আমাকে সরিয়ে দিতে পেরেছে। তারা কাবুলে ঢুকে পড়েছে এখানকার বাসিন্দাদের ওপর হামলা চালাতে। এমন অবস্থায় রক্তের বন্যা এড়াতে প্রাসাদ থেকে চলে আসাটাই আমি ভালো মনে করেছি।

দীর্ঘ ২১ বছর পর আফগানিস্তানে ক্ষমতায় আসা তালেবান এখন ‘ঐতিহাসিক পরীক্ষার’ সম্মুখীন হবে বলে মন্তব্য করেন আশরাফ গনি।

তিনি বলেন, ‘তালেবান তলোয়ার ও বন্দুকের যুদ্ধে জিতে গেছে। দেশবাসীর সম্মান, সম্পদ ও সুরক্ষার দায়িত্ব এখন তাদের‌। আফগানিস্তানের জনগণের ভালোবাসা তাদের জিতে নিতে হবে। দূর করতে হবে ভয় ও আশঙ্কা।’

ফেসবুক পোস্টে আশরাফ গনি অবশ্য কোথায় অবস্থান করছেন তা জানাননি।

রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে আফগান গণমাধ্যম টোলো জানায়, তিনি তাজিকিস্তানে পালিয়ে গেছেন। এরপর রাত দুইটার দিকে আল-জাজিরার এক সাংবাদিকের টুইট উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্সও জানায়, আশরাফ গনি তার স্ত্রীসহ এরই মধ্যে তাজিকিস্তানে পৌঁছে গেছেন। তার আছেন জাতীয় নিরাপত্তা উদেষ্টা ও চিফ অব স্টাফ।

[caption id="attachment_302694" align="aligncenter" width="747"] দেশটির নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছে তালেবান জঙ্গি গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বরদার[/caption]

এদিন দুপুরে আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়ে নেয় তালেবান বাহিনী। তার আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ২৮টির রাজধানীর নিয়ন্ত্রণ নেয় জঙ্গি গোষ্ঠিটি। এরপর বিকেলে তালেবানের শীর্ষ নেতা মোল্লা আবদুল গনি বারাদার কাবুলে প্রেসিডেন্ট প্যালেসে যান। এসময় তার সঙ্গে বিদেশি কূটনীতিকরাও ছিলেন।

তাদের বৈঠক চলাকালীন আফগানিস্তানের গণমাধ্যমে খবর আসে, আশরাফ গণি পদত্যাগ করেছেন।এর কিছুক্ষণ পর তিনি মন্ত্রিসভার ক'জন সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়ে তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা হন বলে আব্দুল্লাহ আব্দুল্লাহ জানান।

তালেবানের সঙ্গে শান্তি আলোচনার লক্ষ্যে জাতীয় আপোষবিষয়ক উচ্চ পর্যায়ের শান্তি কাউন্সিলের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ।

ফেসবুক দেওয়া এক ভিডিও বার্তায় আশরাফ গনিকে ‘সাবেক প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করে আবদুল্লাহ আব্দুল্লাহ বলেন, ‘দেশকে এই পরিস্থিতির মধ্যে ফেলে চলে গেছেন। আল্লাহর কাছে তিনি দায়বদ্ধ থাকবেন এবং জাতি তার বিচার করবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App