×

পুরনো খবর

জেএমবির সামরিক প্রধানসহ সদস্যরা কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৮:৫২ পিএম

রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী ও নব্য জেএমবির সামরিক শাখার প্রধান মো. জাহিদ হাসান ওরফে রাজু ওরফে ইসমাঈল হাসান ওরফে ফোরকানসহ দুই সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত এ আদেশ দেন। বাকি দুই আসামি হলেন- সাইফুল ইসলাম মারুফ ওরফে বাসিরা ও রুম্মান হোসেন ফাহাদ ওরফে আব্দুল্লাহ। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চারদিনের রিমান্ড শেষে এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় শুনানিতে আসামিপক্ষের কোন আইনজীবী না থাকায় এ আবেদনের পরিপ্রেক্ষীতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১০ আগস্ট কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম ডিসপোজাল টিম। এ সময় তাদের কাছে থেকে বিস্ফোরক পদার্থ, ঢাকনাযুক্ত জিআই পাইপ, রিমোট কন্ট্রোল ডিভাইস, লোহার বল, সাংগঠনিক কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে কাফরুল থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে। পরেরদিন এ মামলায় এ তিন আসামিকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App