×

জাতীয়

কাবুল পরিস্থিতির দিকে নজর রাখছে ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৬:০২ পিএম

সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির দিকে নজর রাখছে বাংলাদেশ। কাবুল পতনের পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা বিশ্বাস করে এই অঞ্চল এবং এর বাইরেও এর প্রভাব পড়তে পারে।

বিবৃতিতে সরকারের পক্ষ থেকে আফগানিস্তানের সকল পক্ষকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বিদেশিদের নিরাপত্তা বজায় রাখার কথা বলা হয়।

এতে আরও বলা হয়, আফগানিস্তানের উন্নয়ন তখনই নিশ্চিত হবে যখন আফগান জনগণ তাদের পছন্দ অনুযায়ী গণতান্ত্রিক ও বহুত্ববাদি ব্যবস্থার মধ্য দিয়ে যাবে। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও উন্নত আফগানিস্তান দেখতে চায় বাংলাদেশ। এজন্য মৌলিক শিক্ষা, কমিউনিটি স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, জলবায়ু পরিবর্তন অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আইসিটি সক্ষম জনসেবা প্রদানসহ বিভিন্ন খাতে ওই দেশকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ সরকার।

রাষ্ট্রপতি শপথ না নিলে আফগানিস্তানকে স্বাগত জানাবে না ঢাকা- পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আফগানিস্তানের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শপথ না নেওয়া পর্যন্ত ঢাকা দেশটিকে স্বাগত জানাতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেছেন, স্থিতিশীল যেকোনো পক্ষের সঙ্গে কাজ করবে ঢাকা। সোমবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি ঢাকার এ অবস্থানের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বলব, এটা স্টিল প্রিম্যাচিউরড। যতক্ষণ পর্যন্ত একজন রাষ্ট্রপতি শপথ না নিচ্ছেন; যতক্ষণ পর্যন্ত একজন রাজা পারমানেন্টলি না আসবে অর্থাৎ তাদের সংবিধান অনুযায়ী চার বা পাঁচ বছরের সরকারের মেন্ডেট নিয়ে কেউ না আসা পর্যন্ত আমরা তাদেরকে স্বাগত জানাতে পারি না। এটা ঠিকও হবে না।’

[caption id="attachment_212227" align="aligncenter" width="800"] পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম।[/caption]

আফগানিস্তানে থাকা বাংলাদেশিদের প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, ‘আফগানিস্তান থেকে তিন বাংলাদেশিকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া আরও সাত বাংলাদেশি নাগরিককে নিরাপদে নেওয়ার প্রক্রিয়া চলমান। এরচেয়ে বেশি তথ্য আমরা এখন প্রকাশ করতে চাচ্ছি না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। যদিও ভাতৃপ্রতিম ওই রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা ভাটা পড়েছে। আমরা চাই আফগানিস্তানের জনগণের জানমালের ক্ষতি না হোক। সেখানে সক্রিয় সমস্ত রাজনৈতিক শক্তির প্রতি এটাই বাংলাদেশের আহ্বান।’

উগ্রপন্থার উত্থান ঠেকাতে বাংলাদেশ সতর্ক আছে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, ‘আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ভয়ের কিছু নেই। তবে আমরা সতর্ক আছি। এখানে উগ্রপন্থার উত্থান ঠেকাতে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।’

উল্লেখ্য, রবিবার তালেবান রাজধানী কাবুল দখলে নেওয়ার পর থেকেই দৃশ্যপট বদলে যায়। দেশ ছেড়ে তাজিকিস্তান পালিয়ে গেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। রক্তপাত এড়াতে তিনি দেশত্যাগ করেছেন বলেও জানান। এ অবস্থায় আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুতি শুরু করেছে গোষ্ঠিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App