×

খেলা

মেসিকে নিয়ে যা বললেন রিয়াল-বার্সা কোচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৯:০৪ পিএম

লিওনেল মেসি বার্সা ছাড়ছেন এ কথা শোনার পর পুরো ফুটবল বিশ্ব অবাক হয়। এরপর থেকে মেসিকে নিয়ে হচ্ছে অনেক আলোচনা। মেসির বার্সা ছাড়ার খবরে চুপ থাকতে পারেননি তার সাবেক ক্লাব রোনাল্ড কোম্যান ও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলোত্তি। নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে রিয়াল কোচ জানান তিনি এ খবরে পুরোপুরি চমকে গিয়েছিলেন। তিনি নিজে বিশ্বাস করতে পারছিলেন না মেসি অন্যকোনো ক্লাবের জার্সি পরে খেলবেন। এ ব্যাপারে আনসেলোত্তি বলেন, ‘আমি অবাক হয়েছি, চমকে গিয়েছি এমন খবরে। মেসি একদম ছোট থেকেই বার্সেলোনার প্রতীক ছিল। কিন্তু ফুটবলের সঙ্গে আমি রয়েছি প্রায় ৪০ বছর ধরে। আমি অনেক খেলোয়াড়কে দেখেছি যারা একটা সময় গিয়ে ক্লাব বদলেছেন। আমি তার ও বার্সেলোনার এ সিদ্ধান্তকে সম্মান জানাই।’

অন্যদিকে মেসির সাবেক ক্লাব বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান বিষয়টি নিয়ে খুব বেশি একটা কথা বলছেন না। তিনি চুপ করেই আছেন। যদিও খুব সংক্ষেপে তিনি বলেছেন যে মেসিকে ধরে রাখতে না পারায় তারা ভবিষ্যতে তার অভাব টের পাবে এবং এটি নিয়ে দুঃখ করবে। তবে তিনি বলেছেন যা ইতোমধ্যে হয়ে গেছে সেটি এখন আর বদলানো যাবে না। তাই বিষয়টি নিয়ে বেশি চিন্তা না করতেই বলেছেন। এ ব্যাপারে কোম্যান ইএসপিএনের সঙ্গে বলেছিলেন, ‘আমাদের এটি বিশ্বাস করতে হবে একটি খেলোয়াড়ের শেষ আছে। আমাদের এখন মেসির বিষয়টি বাদ দিতে হবে, আর নতুন মৌসুমের দিকে নজর দিতে হবে। আমাদের বেশ কয়েকজন নতুন খেলোয়াড় আছে, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমাদের এ সময়ও আছে। এ মৌসুমে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় আছে আমাদের স্কোয়াডে এবং এটি ভবিষ্যতের জন্য ভালো। আমরা এখন ক্লাবের ভবিষ্যতের জন্য কাজ করছি। গত কয়েক দিন আগে কী হয়েছে সেটির দিকে নজর রেখে লাভ নেই।’

তিনি আরো বলেন, ‘আমি জানি মেসি ও ক্লাবের মধ্যে অনেক কথা হয়েছে তাকে রাখার জন্য। তবে আমিও অনেক অবাক হয়েছিলাম ওই দিনে, ওই মুহূর্তে, যখন শুনতে পেলাম মেসি বার্সায় তার ক্যারিয়ার শেষ করে ফেলেছে। আমি জানতাম ক্লাবের আর্থিক সমস্যা বিষয়টিকে আরো জটিল করে তোলে।’

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কোচ মেসির জন্য দুঃখ প্রকাশ করলেও ফ্রেঞ্জ লিগ ওয়ানের প্রায় সবগুলোর কোচ বেশ খুশি হয়েছেন। মার্সেইর কোচ তো বলেই ফেলেছেন মেসি আসায় এখন লিগ ওয়ানের খেলা সবাই দেখবে। যদিও তিনি বলেছেন মেসি আসায় পিএসজির শক্তি আরো বেড়েছে। কিন্তু তারা এটিকে শুধু পিএসজির লাভ হিসেবে দেখছেন না, তারা দেখছেন এটি পুরো লিগের লাভ হিসেবে। ফরাসি লিগের ক্লাবগুলোর মধ্যে পিএসজি ছাড়া বাকি ক্লাবগুলোর আর্থিক অবস্থা তেমন ভালো না। এখন মেসির আগমনে তাদের অবস্থাও যে বদলাবে এটি নিশ্চিত।

এদিকে পিএসজি ক্লাব দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত মৌসুমের আগের মৌসুমে ফাইনালে খেললেও বায়ার্নের বিপক্ষে হেরে রানার্সআপ হতে হয় তাদের। এবার মেসিকে পেয়ে পিএসজি তাদের চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নপূরণ করতে পারবে বলে মনে করছেন অনেকে। একটি সূত্র জানিয়েছে মেসি তার ক্যারিয়ারে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করতে চান। সাম্প্রতিক সময়ে বার্সার যে অবস্থা তাতে করে তাদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা খুবই কম ছিল।

এদিকে পিএসজি এবার মেসিকে ৩৫ মিলিয়ন ইউরোর বার্ষিক চুক্তিতে নিয়ে এলেও গত মৌসুমে মেসি যখন বার্সা ছাড়তে চেয়েছিলেন তখন তাকে একটি ক্লাব তার জন্য ৬০০ মিলিয়ন ইউরো দিতে চেয়েছিল। যদি ওই সময়ে তারা মেসিকে বিক্রি করত তাহলে লাভবান হতো। কিন্তু এ মৌসুমে মেসিকে ফ্রিতে যেতে দিতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। তবে মেসি বার্সার সঙ্গে খেলোয়াড়ি সম্পর্কের ইতি ঘটালেও তার সঙ্গে বার্সার আর্থিক সম্পর্ক এখনো রয়ে গেছে। জানা গেছে মেসি বার্সার কাছ থেকে প্রায় ৫০০ কোটি টাকা পাবেন। এটা তিনি বোনাস হিসেবে পাবেন। এদিকে মেসি যোগ দেয়ার পর আজ প্রথম ম্যাচ খেলতে নামবে পিএসজি। কিন্তু তিনি এ ম্যাচটিতে খেলবেন না এটি আগেই জানা ছিল। দীর্ঘদিন ছুটি কাটানোর কারণে ও বার্সার প্রাক মৌসুম অনুশীলন ক্যাম্পে যোগ না দেয়ার কারণে এখন তিনি ম্যাচ খেলার মতো অবস্থায় নেই। ধারণা করা হচ্ছে মেসি পিএসজির হয়ে প্রথম ম্যাচে মাঠে নামবেন ২৯ আগস্ট অথবা সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর। ফলে পিএসজির জার্সিতে মেসিকে দেখতে হলে আরো কয়েক দিন অপেক্ষা করতে হবে তার সমর্থকদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App