×

খেলা

সংবাদ সম্মেলনে হঠাৎ স্যালুট ভারতের রোহিত শর্মার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ১২:৩৮ পিএম

সংবাদ সম্মেলনে হঠাৎ স্যালুট ভারতের রোহিত শর্মার

সাংবাদিক সম্মেলনে হঠাৎ স্যালুট করলেন রোহিত শর্মা (ছবি:টুইটার)

ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক লর্ডসের মাঠে। সেখানেই প্রথম দিনের ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা। সেখানেই ম্যাচ নিয়ে নানা প্রশ্ন উঠে আসতে থাকে। প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন হঠাৎ করে স্যালুট করে বসলেন রোহিত শর্মা, যা দেখে হতবাক অনেকেই। অনেকে নতুন অঙ্ক তৈরি করছেন।

আসলে সাংবাদিক সম্মেলনে বহু প্রশ্নের ভিড়ে একটি প্রশ্ন উড়ে আসে, যা শুনে নিজেকে ধরে রাখতে পারেননি রোহিত শর্মা। তিনি সকলের সামনেই স্যালুট করে বসেন। এরপরই জল্পনা তৈরি হয়েছে। রোহিতের এই স্যালুটের মধ্যেই হয়তো লুকিয়ে রয়েছে বহু উত্তর। হয়তো সাংবাদিককে এভাবেই নিজের উত্তর বুঝিয়ে দিলেন তিনি।

এ দিন লর্ডস টেস্ট নিয়ে প্রশ্ন করার মুহূর্তে এক সাংবাদিক জিজ্ঞাসা করেন, ভারত যদি লর্ডসে টেস্ট জেতে, এবং সেই ঘটনা যদি ১৫ আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের দিনে হয়, তাহলে বিষয়টা কেমন হবে? রোহিত তখন মাথায় হাত দিয়ে স্যালুট দিয়ে বলে ওঠেন, স্বাধীনতা দিবসে টেস্ট জিতলে সত্যি সেটা দারুণ হবে।

অনেকেই অঙ্ক কষতে শুরু করেছেন, তাহলে কি রোহিতরা চার দিনেই টেস্ট ম্যাচ শেষ করতে চাইবেন। মানে ১৫ আগস্ট লর্ডসের মাটিতে ম্যাচ জিতে ভারতীয়দের স্পেশাল উপহার দিতে চাইবেন। লর্ডসের টেস্ট ১৫ আগস্ট জিতে কি বাইশ গজে স্বাধীনতা দিবস পালন করতে চাইছেন রোহিতরা।

রোহিত শর্মার এই উত্তরের পরে এখন বাইশ গজে এমনই প্রশ্ন ঘুরছে। এখন দেখার ম্যাচের গতি প্রকৃতি বাকি তিন দিনে কোন দিকে গড়ায়। তবে এ দিনের ঘটনায় ভারতীয়দের মন জিতে নিয়েছেন রোহিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App