×

জাতীয়

পর্যটন ও বিনোদন কেন্দ্র খুলছে ১৯ আগস্ট, চলবে সব গণপরিবহন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ১১:১৮ এএম

পর্যটন ও বিনোদন কেন্দ্র খুলছে ১৯ আগস্ট, চলবে সব গণপরিবহন

পর্যটনের দুয়ার খুলছে ১৯ আগস্ট থেকে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে মন্ত্রপরিষদ বিভাগের এক আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব‍্যবহার করে চালু করতে পারবে। থাকছে না অর্ধেক যানবাহন চলার নিয়মও। সেক্ষেত্রে চলবে সব গণপরিবহন।

তবে সব ক্ষেত্রে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। কোথাও এর ব‍্যতয় হলে ব‍্যবস্থা নেওয়া হবে বলে আদেশে জানানো হয়েছে।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল নিয়ন্ত্রণে বাংলাদেশে সর্বশেষ যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটা শিথিল করে গত ৮ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সে অনুযায়ী ১১ আগস্ট থেকে কিছু শর্ত মেনে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। খুলেছে শপিংমলসহ অন্যান্য দোকানপাটও।

তবে শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বা বিনোদনকেন্দ্রগুলো খোলার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এবার শর্তসাপেক্ষে পর্যটন, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র খোলার অনুমতি দেওয়া হল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App