×

জাতীয়

করোনা পরিস্থিতির অবনতি হলে ফের লকডাউন: প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ০২:১৬ পিএম

দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হয়ে অবনতি হলে আবারও বিধিনিষেধ জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিককের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

করোনা পরিস্থিতির আবারও অবনতি হলে কৌশল কী হবে এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দুটি কৌশলই আমরা অবলম্বন করব। একটা হলো বিধিনিষেধ বা লকডাউন দেওয়া। আরেকটি হচ্ছে ছেড়ে দেওয়া। কিন্তু সবাইকে মাস্ক পরতে হবে।

ফরহাদ হোসেন বলেন, করোনা বাড়লে পৃথিবীর যে কোনো দেশে- যেমন অস্ট্রেলিয়াতে সেনাবাহিনী নামানো হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে। আমেরিকাতে দেওয়া হয়েছে। কারণ এর কোনো বিকল্প নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App