চীনের তৈরি সিনোফার্মের আরো ১৭ লাখ ৭০ হাজার করোনার টিকা আসছে। বুধবার (১১ আগস্ট) ঢাকায় চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান এক ফেসবুক বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক বার্তায় উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১ দশমিক ৭৭ মিলিয়ন ডোজ করোনা টিকা আসছে। বেইজিং থেকে আজ বুধবার সকাল ৭টা ২০মিনিটে রওনা দিয়েছে। এমিরেটসের বিমান দিয়ে দোহা হয়ে ওই টিকাগুলো ঢাকায় আসবে।
এর আগে মঙ্গলবার কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। সেদিন রাতে টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।