×

জাতীয়

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর বায়োপিকের ভিজুয়্যাল প্রদশর্নী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ০২:০৭ পিএম

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর বায়োপিকের ভিজুয়্যাল প্রদশর্নী

নিউইয়র্ক, টাইমস স্কয়ার। ছবি: সংগৃহীত

১৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রদশর্নীতে দেখানো হবে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক। এতে, দেশের বাইরেও বৃহৎ পরিসরে সারা বিশ্বের মানুষের জানার সুযোগ তৈরি হচ্ছে বঙ্গবন্ধুকে। ব্যয়বহুল আয়োজনটিতে খরচের অংশীদার হতে আার্থিক সহযোগীতার চেক তুলে দেয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান।

বিশ্বের মানুষের কাছে বঙ্গবন্ধু ও সম্ভাবনার বাংলাদেশকে তুলে ধরার বিভিন্ন উদ্যেগ চালু আছে। তারই অংশ হিসেবে টাইমস স্কয়ারের এই আয়োজন।

এ উপলক্ষে মঙ্গলবার রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, জাতিসংঘের সাধারন অধিবেশনের আগে এই প্রদর্শনী বাংলাদেশের প্রতি ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টিতে সহায়ক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App