×

অর্থনীতি

দুই দিনে ৩৬০৫ কোটি টাকা তুলেছে বাংলাদেশ ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ০৮:২০ পিএম

ব্যাংকগুলোর কাছে থাকা অতিরিক্ত তারল্য তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বিলের নিলামের মাধ্যমে বাজারের অতিরিক্ত তারল্য থেকে আরো ১ হাজার কোটি তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে প্রথমদিন গতকাল সোমবার ২ হাজার ৬০৫ কোটি টাকা তুলে নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে দুই দিনে বাজার থেকে ৩ হাজার ৬০৫ কোটি টাকা তুলে নিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১১ আগস্ট) ৩০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি মাসে আরও ৫টি নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, মুদ্রাবাজারের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের কাছে বাংলাদেশে ব্যাংক বিল বিক্রি করে বাজার থেকে অতিরিক্ত টাকা তুলে নিচ্ছে মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী এ সংস্থাটি। সোমবার প্রথম দিন এক হাজার ৫০৫ কোটি টাকার ৭ দিন মেয়াদি বাংলাদেশ বিল ও ১১০০ কোটি টাকার ১৪ দিন মেয়াদের বাংলাদেশ ব্যাংক বিল নিলামে কিনে নেয় বাণিজ্যিক ব্যাংকগুলো। ৭ দিন মেয়াদি বিলের সুদহার শূন্য দশমিক ৫৪ শতাংশ এবং ১৪দিন মেয়াদের বিলের সুদহার শূন্য দশমিক ৭৫ শতাংশ। নিলামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বাংলাদেশে নিবাসী ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিড দাখিল করতে পারলেও ব্যাংকগুলোই এ নিলামে অংশ নেয় বেশি। মঙ্গলবার পাঁচ বছর-মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয়ের (রি-ইস্যু) নিলাম অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংকে। নিলামে গত ১৮ মার্চ ইস্যুকরা ৫ বছর-মেয়াদি ট্রেজারি বন্ড এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ২০২৬ সালের ১৮ মার্চ, এক কোটি টাকা অভিহিত মূল্যের (বন্ড রি-ইস্যু করা হয়েছে। এদিন ট্রেজারি বন্ড বিক্রয়ের নিলাম হয়েছে ২ হাজার ৬৯৬ কোটি টাকার। এর মধ্য দিয়ে ১ হাজার কোটি টাকা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ট্রেজারি রেট ধার্য করা হয়েছে চার দশমিক ১৪ শতাংশ। এর আগের ট্রেজারি বিলের রেট ছিল ৩ দশমিক ৯০ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App