×

খেলা

অনন্য কীর্তি সাকিবের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ০৯:৩৬ পিএম

অনন্য কীর্তি সাকিবের

টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট এবং ১০০০রান করে সবার উপরে সাকিব আল হাসান। এমন রেকর্ড অন্য কারো নেই

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আজ সোমবার ( ৯ আগষ্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্যরকম এক সেঞ্চুরি হাঁকিয়েছেন । সোমবার (৯ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি- টোয়েন্টি ম্যাচে মাত্র ৩.৪ ওভারে ৯ রান দিয়ে তুলে নেন চার উইকেট। এ ম্যাচের আগে তার উইকেট ছিল ৯৮টি।

উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে তার প্রয়োজন ছিল ২ উইকেটে। এই সিরিজ শুরুতে অনন্য মাইল ফলকের সামনে দাঁড়িয়েছিলেন সাকিব। টি-টোয়েন্টিতে তিনি আগেই এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। ৮৪ ম্যাচে তার রান ১৭১৮। উইকেট ১০২। আজ চার উইকেট নেয়ার পর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে একই সাথে ১০০ উইকেট ও ১০০০ রানের কীর্তি গড়লেন সাকিব।

আবার ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ১০২ উইকেট নিয়ে বিশ্বের দ্বিতীয় সেরা উইকেট শিকারীর জায়গাও তার দখলে। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ১০৭ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। টাইগার সমর্থকদের প্রত্যাশা আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তিনি এ রেকর্ড গুড়িয়ে শীর্ষে পৌঁছে যাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App