×

জাতীয়

রিমান্ড শেষে সেই দর্জি মনির কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ০৪:৫৩ পিএম

‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামে ভুঁইফোড় সংগঠন খুলে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় চার দিনের রিমান্ড শেষে এর প্রতিষ্ঠাতা সভাপতি মনির খান ওরফে দর্জি মনিরকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৯ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ-এর আদালত এ আদেশ দেন। এদিন মনিরকে চারদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কামরাঙ্গীরচর থানা পুলিশ। পরে মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন। পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে রাখার আদেশ দেন। এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি কামরাঙ্গীরচর থানায় দর্জি মনিরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এদিন আদালত মামলাটি তদন্ত করে তার প্রতিবেদন দাখিলের জন্য আগামি ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। অন্যদিকে এর পরেরদিন বুধবার মনিরকে এ মামলায় আদালতে হাজির করলে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App