×

অপরাধ

রিমান্ড শেষে হেলেনার দুই সহযোগী কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২১, ০৭:২০ পিএম

রিমান্ড শেষে হেলেনার দুই সহযোগী কারাগারে

রোববার রিমান্ড শেষে হেলেনার দুই সহযোগীকে আদালতে হাজির করে পুলিশ। ছবি: ভোরের কাগজ

প্রতারণার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ আগস্ট) রিমান্ড শেষে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর প্রতারণার মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র‍্যাব। পরেরদিন তাদের আদালতে হাজির করা হলে প্রতারণার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হাজেরা খাতুন হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা ফাউন্ডেশনের ডিজিএম ও জয়যাত্রা টিভির অ্যাডমিন হিসেবে দায়িত্বরত ছিলেন। আর সানাউল্ল্যাহ নূরী জয়যাত্রা টিভির প্রতিনিধি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App