×

সারাদেশ

বঙ্গোপসাগর থেকে ১৫ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২১, ০৫:৩৩ পিএম

বঙ্গোপসাগর থেকে ১৫ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার

অভিযানে উদ্ধার করা জাল গুলো সারিকাইত ইউনিয়নের কূলে এনে পুড়িয়ে ফেলা হয়। ছবি: ভোরের কাগজ

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোষ্টগার্ড। সন্দ্বীপের দক্ষিণ পশ্চিমে ভাষাণচরের ডাউন থেকে এসব জাল উদ্ধার করা হয়। চট্টগ্রাম পূর্ব জোনের সারিকাইত কন্টিনজেন্ট কমান্ড শনিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। উদ্ধার করা জাল গুলো সারিকাইত ইউনিয়নের কূলে এনে পুড়িয়ে ফেলা হয়।

সন্দ্বীপ থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে ভাষাণচরের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম পাশের অবৈধ চরঘেরা (খসকি) জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগ রয়েছে। অবৈধ এসব জালের জন্য প্রকৃত জেলেদের সাগরে মাছ ধরতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এসব অভিযোগের ভিত্তিতে সাগরে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোষ্টগার্ড। তবুও কিছু প্রভাবশালীর অবৈধ চরঘেরা (খসকি) জাল সাগরে থাকায় ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে দাবি স্থানীয় জেলেদের।

কোষ্টগার্ডের সারিকাইত কন্টিনজেন্ট কমান্ডার সাজু আহামদ জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে ভাষাণচরের দক্ষিণ পশ্চিম অংশ হতে ১৫ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করি। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ২৫ লক্ষ টাকা। সাগরের শৃঙ্খলা রক্ষায় আমাদের এই অভিযান সবমসময় চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App