×

জাতীয়

টিকা নেওয়া বিদেশিদের জন্য ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২১, ১২:৫১ পিএম

টিকা নেওয়া বিদেশিদের জন্য ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি

মহামারির কারণে দেড় বছর বন্ধ ছিল ওমরাহ পালন।

করোনাভাইরাস টিকা নেওয়া বিদেশিদের জন্য ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত করছে সৌদি আরব।

রবিবার (৮ আগস্ট) সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) এ তথ্য জানিয়েছে। সোমবার (৯ আগস্ট) থেকে পুরোপুরি টিকা দেওয়া ওমরাহ প্রার্থীদের আবেদন ক্রমান্বয়ে গ্রহণ করা শুরু করবে দেশটি।

কোভিড-১৯ মহামারির জন্য প্রায় দেড় বছর ওমরাহ পালনের জন্য বিদেশি কাউকে ভিসা দেয়নি সৌদি আরব। এখন থেকে কোভিড-১৯ জনিত সতর্কতা মেনেই মক্কা ও মদিনা তাদের মসজিদগুলোতে বিদেশি ভ্রমণকারীদের আসার অনুমতি দিচ্ছে বলে জানা যায়। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভ্যন্তরীণ ও বিদেশি ওমরাহ আবেদনকারীদের আবেদনের সঙ্গে অনুমোদিত কোভিড-১৯ টিকার সনদ জমা দিতে হবে।

সৌদি আরবের প্রবেশ-নিষেধের তালিকায় যেসব দেশের নাম আছে সেখান থেকে আসা টিকা নেওয়া ভ্রমণকারীদের সৌদিতে উপস্থিত হওয়ার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App