চবির সাবেক শিক্ষক মুক্তিযোদ্ধা গাজী সালেহ উদ্দীন আর নেই

আগের সংবাদ

ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় চয়নিকা চৌধুরী

পরের সংবাদ

ম্যাচসেরা মাহমুদউল্লাহ রিয়াদ

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১ , ১২:৩০ পূর্বাহ্ণ আপডেট: আগস্ট ৭, ২০২১ , ১২:৩২ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে প্রথমবার পাঁচ ম্যাচের কোন সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। শুক্রবার (৬ আগস্ট) ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া পুরো ২০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান করে। ফলে বাংলাদেশ পায় ১০ রানের জয়। ৫৩ বলে ৫২ রানের দায়িত্বশীল ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার পঞ্চম হাফ সেঞ্চুরি ।

তাছাড়া অজিদের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুটি সিরিজে জয় পেয়েছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা।

ম্যাচ অস্ট্রেলিয়া জিতবে না, বাংলাদেশ জিতবে? এ প্রশ্ন সকল দর্শকের মনে এসেছে একটু পর পর। ম্যাচটির মাঝে কিছু সময়ের জন্য বাংলাদেশের হাত থেকে বলতে গেলে ফসকে যায়। কিন্তু মোস্তাফিজ তার শেষ দুই ওভারে দুর্দান্ত বোলিং করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয় আসেন। ১৯তম ওভারে মোস্তাফিজ মাত্র এক রান দেন। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২২ রান। সেখানে বোলার মাহাদি হাসান মাত্র ১১ রান দেন।

ম্যাচটিতে বাংলাদেশ ১২৭ রান করেও জয় তুলে নিয়ে নিজেদের টি-টোয়েন্টির ইতিহাসে ফের অল্প পুঁজি করেও জয়ের নতুন ইতিহাসে গড়েছে মাহমুদউল্লাহরা। প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে ১৩১ রান করেও জিতেছিলেন টাইগাররা।

ডি-আরআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়